মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪

সেলফির মাধ্যমে ঢাবিকে তুলে ধরলো মিরাজ ও আকিব

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪ - by Shah Alam 0

সেলফি জ্বরে ভুগছে সারা বিশ্ব। সেলফি তুলতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে অনেক। কিন্তু সেলফি তোলা কমেনি। যেখানেই যাওয়া হোক না কেনো বন্ধুদেরকে সঙ্গে নিয়ে সেলফি না তুললে যেন কিছু মিস হয়ে গেলো।

তবে সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছবি তুলে সেলফিতে ভিন্ন মাত্রা যুক্ত করলেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজ হোসাইন এবং আকিব জাহিদ।

এই দুই শিক্ষার্থী ঢাবির প্রতিটি প্রান্তের সঙ্গে সেলফি তুলে বিশ্ববিদ্যালয়ের পরিচয় তুলে ধরেছেন। 'Welcome to Paradise' শিরোনামে একটি গান ওই সেলফি ভিডিওয়ের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনার চিত্র তুলে ধরেছেন মিরাজ ও আকিব।


এ বিষয়ে মিরাজ হোসেন বলেন, 'আমরা সেলফি ভিডিওটি শিক্ষার্থীদের জন্য উপভোগ্য করার চেষ্টা করেছি। এ ভিডিওটিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল ঐতিহাসিক ও নান্দনিক জায়গাগুলোর সেলফি তুলে সেসব যুক্ত করা হয়েছে। আশা করি, এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয় সারাদেশসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।'

ভিডিওটি দেখে ইতোমধ্যেই অনেক শিক্ষার্থীই উৎফুল্ল। অনেকেই তাদের সঙ্গে দেখা করতে চাচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন, দারুণ একটি ভিডিও। খুবই উপভোগ্য। এদিকে, ভিডিওটি ঢাবির বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়েছে।

প্রায় ৪ মিনিটির ওই সেলফি ভিডিওটি 'welcome to paradise – universoty od dhaka' শিরোনামে আকিব জাহিদের ইউটিউব আইডি থেকে আপলোড করা হয়েছে।

About the Author

Write admin description here..

0 comments :

PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger