শনিবার, ১৯ মার্চ, ২০১৬

ওডেস্ক(oDesk)এ বিড করার টিপস

শনিবার, ১৯ মার্চ, ২০১৬ - by Shah Alam 0

ওডেস্কঃ  হচ্ছে একটি মার্কেটপ্লেস। তবে মনে রাখবে ওডেস্ক অথোরিটি নিজে কাউকে কাজ দেয় না। ওডেস্কে দুই ধরনের মানুষের আনাগোনা। এক ধরনের মানুষ যারা কাজ দেয় আর এক ধরনের মানুষ আছে যারা ওই সমস্ত কাজ গুলো করে দেয়। যোগ্যতা অনুযায়ী ওডেস্কে কাজ পাবেন। কাজ পেতে সাহায্য করবে ওডেস্ক এবং এর বিনিময়ে আপনার আয়ের ১০%ফী ওডেস্ক কেটে রাখবে।   ওডেস্ক এ কাজ পেতে হলে নিয়ম মত বিড করতে হবে, যাতে করে বায়াররা কাজ দিতে আগ্রহী হয়।

ওডেস্ক এ যেভাবে বিড করবেনঃ
১) প্রথমে ওডেস্ক এর হোম পেজ এ যেতে হবে ,তার পর হোম পেজ এর মেনু গুলু থেকে Find Contractors and Jobs এই মেনুটা তে মাউস টা ধরব,তাহলে আমরা দেখতে পাব এর সাব মেনু গুলু ,এখন এই সাব মেনু থেকে Find Jobs এই অপশন টা তে ক্লিক করতে হবে।

২) ক্লিক করার পর নতুন একটা পেজ আসবে। এই পেজ টা হল ওডেস্ক এর জব সার্চ পেজ । এইখানে পছন্দ মত কাজ খুজে বের করে তার জন্য অ্যাপ্লাই করা যাবে। তবে একটা কথা খুব ই জরুরি তা হল ওডেস্ক এ আপনাদের প্রোফাইল যে ভাবে তৈরি করেছেন, মানে আপনি যে যে কাজ ভাল পারেন যে কাজে আপনি অভিজ্ঞ সেই কাজ গুলো তে এ আবেদন করা।

৩) এবার মনে করি ওয়েব ডিজাইন এর একটা কাজের জন্য বিড করবেন ,তাহলে ওয়েব ডিজাইন এই কাজের ক্যাটাগরি তে ক্লিক করতে হবে তাহলে ওয়েব ডিজাইন এর পেজ টাতে যাবে। এবার ওয়েব ডিজাইন এর যে যে কাজ গুলো আছে ওই খান থেকে দেখে শুনে একটা কাজ সিলেক্ট করে তাতে ক্লিক করতে হবে। এবার ঐ পেজ এ কাজের বিস্তারিত বিবরন দেয়া থাকবে তা ভাল মত পড়তে হবে এবং তার পর apply to this job এই বাটন টাতে ক্লিক করতে হবে। এই বাটন টাতে ক্লিক করার পর আর একটা পেজ এ চলে যাবে। তার পর ঐ পেজ এর যে যে বিষয় গুলু আছে তা পুরা করে আপনি একটা কাজের জন্য বিড করতে পারবেন।

About the Author

Write admin description here..

0 comments :

PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger