দেশের জনপ্রিয় অনলাইন জব পোর্টাল বিডিজবস এখন বাংলায়। ফলে ইংরেজীর পাশাপাশি পোর্টালটিতে বাংলাতেও চাকরির বিজ্ঞাপন দেখা যাবে। সেইসাথে পোর্টালটিকে মোবাইল সংস্করণসহ সকল ডিভাইসে দেখার উপযোগি করা হয়েছে।
সোমবার বেসিস অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব সেবা চালুর বিষয়ে জানান বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর।
তিনি বলেন, ১৪ বছর আগে চালু হওয়া এই পোর্টালটিতে এখন রয়েছে ১০ হাজারেরও বেশি প্রতিষ্ঠান। প্রতিদিন এখানে ২৫০ থেকে ৩০০টি চাকরির বিজ্ঞাপন চাকরিদাতারা সরাসরি পোস্ট করেন। তবে বেসরকারিভাবে ৯৫ শতাংশ চাকরির বিজ্ঞাপন অনলাইনে থাকলেও সরাকারিভাবে এই সংখ্যা ৩০ শতাংশেরও কম।'
এছাড়া গত এক যুগে বিডিজবসের বিভিন্ন সেবা ব্যবহার করে ৫ লাখেরও বেশি চাকরিপ্রার্থী চাকরি পেয়েছেন। বর্তমানে পোর্টালে ১০ লাখ সিভি রয়েছে বলে জানান ফাহিম।
সম্মেলনে পোর্টালটির বাংলা ফিচারের বিভিন্ন দিক তুলে ধরেন বিডিজবসের সিটিও কাজী লতিফুর রহমান। তিনি জানান, বাংলার পাশাপাশি পোর্টালটিতে নতুন ক্ষেত্র ও বিভাগ যুক্ত করা হয়েছে। বর্তমানে ২৬টি কর্মক্ষেত্রে জেলা ও বিভাগভিত্তিক পৃথক চাকরির তালিকা রয়েছে।
লতিফুর বলেন, 'এখন থেকে পোর্টালে নতুন কতগুলো সিভি আছে এবং তা কতজন চাকরিদাতা দেখেছেন ও নিয়োগদাতার সংখ্যা কত তাও তাও জানতে পারবেন ভিজিটররা।'
অন্যান্যদের মধ্যে সম্মেলনে বিডিজবসের জিএম সেলস অ্যান্ড মার্কেটিং প্রকাশ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
সোমবার বেসিস অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব সেবা চালুর বিষয়ে জানান বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর।
তিনি বলেন, ১৪ বছর আগে চালু হওয়া এই পোর্টালটিতে এখন রয়েছে ১০ হাজারেরও বেশি প্রতিষ্ঠান। প্রতিদিন এখানে ২৫০ থেকে ৩০০টি চাকরির বিজ্ঞাপন চাকরিদাতারা সরাসরি পোস্ট করেন। তবে বেসরকারিভাবে ৯৫ শতাংশ চাকরির বিজ্ঞাপন অনলাইনে থাকলেও সরাকারিভাবে এই সংখ্যা ৩০ শতাংশেরও কম।'
এছাড়া গত এক যুগে বিডিজবসের বিভিন্ন সেবা ব্যবহার করে ৫ লাখেরও বেশি চাকরিপ্রার্থী চাকরি পেয়েছেন। বর্তমানে পোর্টালে ১০ লাখ সিভি রয়েছে বলে জানান ফাহিম।
সম্মেলনে পোর্টালটির বাংলা ফিচারের বিভিন্ন দিক তুলে ধরেন বিডিজবসের সিটিও কাজী লতিফুর রহমান। তিনি জানান, বাংলার পাশাপাশি পোর্টালটিতে নতুন ক্ষেত্র ও বিভাগ যুক্ত করা হয়েছে। বর্তমানে ২৬টি কর্মক্ষেত্রে জেলা ও বিভাগভিত্তিক পৃথক চাকরির তালিকা রয়েছে।
লতিফুর বলেন, 'এখন থেকে পোর্টালে নতুন কতগুলো সিভি আছে এবং তা কতজন চাকরিদাতা দেখেছেন ও নিয়োগদাতার সংখ্যা কত তাও তাও জানতে পারবেন ভিজিটররা।'
অন্যান্যদের মধ্যে সম্মেলনে বিডিজবসের জিএম সেলস অ্যান্ড মার্কেটিং প্রকাশ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
0 comments :