যুক্তরাজ্যের বিজ্ঞানীরা 3D প্রিন্টিং এর এক নতুন ব্যবহার ডেভলোপড করেছেন। ফলে শরীরে ক্যান্সার অংশের ব্যক্তিগত প্রতিরূপ মডেল বানানোর মাধ্যমে আরো স্পষ্ট করে টিউমার সনাক্ত করা সম্ভব হবে।
নতুন ক্যান্সার চিকিত্সায় রোগীর সিটি স্ক্যানের উপর ভিত্তি করে টিউমার এবং অঙ্গের 3D 'ফ্যনটম' প্রিন্টিং নিয়ে কাজ করে। তরলে ভরা প্লাস্টিকের ছাঁচ বিশেষজ্ঞদের বিস্তারিত রেডিও ফার্মাসিটিউক্যাল প্রবাহ দেখতে সাহায্য করে।
লন্ডনে ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের রেডিওআইসোটোপ পদার্থবিদ্যার প্রধান গ্লেন ফ্লাক্স বলেন, সঠিক মডেলিং ভবিষ্যতে ফাইন টিউন ডোজ এবং 3D প্রিন্টিং রুটিন ব্যবহার নিশ্চিত করবে।
উল্লেখ্য, ডেন্টাল ইমপ্লান্ট এবং মুখ এবং দাঁতের রেপ্লিকা তৈরিতে ডেন্টিস্টরা 3D প্রিন্টার ব্যবহার করে থাকে।
নতুন ক্যান্সার চিকিত্সায় রোগীর সিটি স্ক্যানের উপর ভিত্তি করে টিউমার এবং অঙ্গের 3D 'ফ্যনটম' প্রিন্টিং নিয়ে কাজ করে। তরলে ভরা প্লাস্টিকের ছাঁচ বিশেষজ্ঞদের বিস্তারিত রেডিও ফার্মাসিটিউক্যাল প্রবাহ দেখতে সাহায্য করে।
লন্ডনে ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের রেডিওআইসোটোপ পদার্থবিদ্যার প্রধান গ্লেন ফ্লাক্স বলেন, সঠিক মডেলিং ভবিষ্যতে ফাইন টিউন ডোজ এবং 3D প্রিন্টিং রুটিন ব্যবহার নিশ্চিত করবে।
উল্লেখ্য, ডেন্টাল ইমপ্লান্ট এবং মুখ এবং দাঁতের রেপ্লিকা তৈরিতে ডেন্টিস্টরা 3D প্রিন্টার ব্যবহার করে থাকে।
0 comments :