বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪

‘জাতির জনক’মোবাইল অ্যাপ উন্মুক্ত

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪ - by Shah Alam 0

মঙ্গলবার ৪৩তম বিজয় দিবসে মোবাইল অ্যাপে বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রকাশ করলো ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোডার ইনফিনিটি বাংলাদেশ। অ্যাপটির নাম দেয়া হয়েছে "Father Of The Nation" (জাতির জনক)।

অ্যাপটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রাথমিক পরিচয় থেকে শুরু করে তার রাজনৈতিক জীবন, ভাষা আন্দোলন রাষ্ট্র শাসনের বিস্তারিত তুলে ধরা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ে দেয়া জ্বালাময়ী ভাষণ ও বঙ্গবন্ধুর বাবা মায়ের সাক্ষাৎকারসহ কিছু দুর্লভ ভিডিও যুক্ত করা হয়েছে অ্যাপটিতে।

পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই ও বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির বাংলা পিডিএফ সংস্করণ ডাউনলোড করা যাবে এই অ্যাপ থেকে।

বিনামূল্যের এই অ্যাপটি ডাউনলোড করা যাবে কোডার ইনফিনিটির ওয়েবসাইট  (www.coderinfinity.com)  এবং গুগল প্লে স্টোর থেকে। অ্যাপটির পরবর্তী সংস্করণ আগামী ১৭ মার্চ সমৃদ্ধ আকারে প্রকাশিত হবে বলে জানিয়েছেন কোডার ইনফিনিটির সিইও-কার্জন কামাল।

About the Author

Write admin description here..

0 comments :

PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger