মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

স্মার্টফোনের জন্য চমৎকার কিছু মিউজিক প্লেয়ার

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ - by Shah Alam 0

মিউজিক শুধু আনন্দেরই একটি উৎস নয়, বরং এর মাধ্যমে আমরা মাঝে মাঝে ইন্সপায়ারও হয়ে থাকি। মিউজিক অনেকেরই কাজের প্রেরণা যোগায়। এছাড়া মন খারাপ থাকলেতো এর চাইতে ভালো বন্ধু আর নেই। তবে ভালো মিউজিক শোনার জন্য কিন্তু চমৎকার একটি স্মার্টফোন থাকলেই হয় না, বরং মিউজিক প্লেয়ারও মিউজিকের এক্সপেরিয়েন্স অনেক রিচ করতে সক্ষম হয়। তাই আজকে আপনাদের সামনে কিছু চমৎকার জনপ্রিয় মিউজিক প্লেয়ারের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করবো। হয়তো এখান থেকে আপনি আপনার পছন্দের মিউজিক প্লেয়ারটি খুঁজে নিতে পারবেন।


১। DoubleTwist Music Player

সুবিধা সমূহঃ
@ আপ-টু-ডেট ডিজাইন।
@ কোর অ্যাপটি আপনি বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন তবে কিছু প্রিমিয়াম ফিচার রয়েছে যেগুলো ব্যবহার করার জন্য in-app purchase সুবিধা পাবেন।
@ ম্যাজিক রেডিও নামের একটি রেডিও সুবিধা পাবেন যা ব্যবহারের জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে।
@ মিউজিক প্লেয়ারটিতে রয়েছে একটি অপশনাল অ্যালার্ম-ক্লক অ্যাপ যা আপনি ইচ্ছে করলেই ব্যবহার করতে পারবেন।

অসুবিধা সমূহঃ
@ কিছু কিছু ইন-অ্যাপ পারচেস সুবিধা রয়েছে যেগুলো মূলত কোর অ্যাপটিতেই থাকা প্রয়োজন ছিল।
@ ইউজার রিভিউ পড়লে আপনি অ্যাপটিতে থাকা বেশ কিছু বাগ সম্পর্কে জানতে পারবেন।


ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর।

২। Equalizer + Mp3 Player

সুবিধা সমূহঃ
@  আপনি যদি ইক্যুয়ালাইজার বেশি ব্যবহার করে থাকেন তবে অবশ্যই এই মিউজিক প্লেয়ারটি আপনাকে আনন্দ দিতে সক্ষম এবং একবারের জন্যে হলেও এই অ্যাপটি আপনার ট্রাই করা উচিৎ।
@ চমৎকার কালারফুল ভিজ্যুয়ালাইজেশন রয়েছে অ্যাপটিতে যা দেখতে ভালো লাগে। 
@ একটি মিউজিক প্লেয়ার হিসেবে অ্যাপটি চমৎকার কাজ করে। ট্র্যাক প্লে করার জন্য বেশ কিছু অপশন রয়েছে এই প্লেয়ারটিতে।
@ অ্যাপটিতে ব্যবহার করা হয়েছে ভিনটেজ ডিজাইন যা অ্যাপটিতে এনেছে একটি ভিন্ন মাত্রা।
@ আপনাকে এটি বিভিন্ন ভাবে পয়েন্ট অর্জন করতে সাহায্য করবে যার মাধ্যমে আপনি টাকা না খরচ করেও অ্যাপটির ফুল প্যাকেজ আনলক করতে পারবেন।
@ প্লেয়ারটি ট্যাবলেট ডিভাইসের জন্য পারফেক্ট।

অসুবিধা সমূহঃ
@ একটি ট্র্যাকের আর্টিস্ট এবং বিভিন্ন অপশন এই প্লেয়ারটি যেভাবে প্রদর্শন করে তা আরও কিছুটা অর্গানাইজড হতে পারতো।
@ আপনি যদি ইক্যুয়ালাইজার পছন্দ না করে থাকেন তবে অ্যাপটি আপনার মোটেও ভালো লাগবেনা।
@ ডেভেলপারদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার পরেও কিছু বাগ রয়ে গিয়েছে।

ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর।
 

About the Author

Write admin description here..

0 comments :

PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger