শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪

তথ্য ব্যবস্থাপনা ও তার প্রয়োগ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ - by Shah Alam 0

সফটওয়ার, তথ্য ব্যবস্থাপনা ও তার প্রয়োগ নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে তিন দিনের একটি আন্তর্জাতিক সম্মেলন। স্কিমা (এসকেআইএমএ ২০১৪) নামের এই সম্মেলনে ২৭টি দেশের ১৮৪টি গবেষণাপত্র থেকে ৭৫টি উচ্চমানের গবেষণাপত্র গৃহীত হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য এম রিজওয়ান খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্কিমার কো-চেয়ার চৌধুরী মোফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মেলনের কো-চেয়ার এবং যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের আলমগীর হোসেন এবং আইইইউ বাংলাদেশ বিভাগের চেয়ারম্যান প্রাণ কানাই সাহা।

সফটওয়ার প্রকৌশল, তথ্যপ্রযুক্তির বিকাশ ও ডিজিটাল বাংলাদেশ তৈরিতে সম্মেলন ভূমিকা রাখবে বলে আশা করেন প্রধান অতিথি।

সম্মেলনে সফটওয়ার প্রকৌশল এবং তথ্য ব্যবস্থাপনাবিষয়ক বিখ্যাত গবেষকেরা তাঁদের ধারণা এবং অভিজ্ঞতা বিনিময় করেন। তিন দিনের এই সম্মেলনে বিশেষজ্ঞরা বাংলা কম্পিউটিং, রোবোটিকস, ইমেজ রিকগনিশন, ডাটা মাইনিং, ওয়্যারলেস কমিউনিকেশন প্রভৃতি বিষয়ের ওপর গবেষণাপত্র উপস্থাপন ও তা নিয়ে আলোচনা করেন।

ইউআইইউর ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক, লেখক, তথ্যপ্রযুক্তিবিদ, ইউআইইউ বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

About the Author

Write admin description here..

0 comments :

PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger