এবার চালকবিহীন গাড়ির পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের চারটি স্থানে। পরীক্ষার জন্য নির্বাচিত স্থানগুলো হলো গ্রিনিচ, সাউথ ইস্ট লন্ডন, ব্রিটল এবং কভেন্টি ও মিল্টনের মধ্যবর্তী একটি স্থান। এই পরীক্ষা চালকবিহীন গাড়ির বিকাশে এটি বড় একটি পদক্ষেপ বলে মনে করছেন গবেষকেরা। রাস্তায় যানজট কমাতে চালকবিহীন গাড়ি কতটা ভূমিকা রাখতে পারবে এবং সড়ককে কতটা নিরাপদ করবে—এসব পরীক্ষার মাধ্যমে তা জানা যাবে বলে আশা করা হচ্ছে। গ্রিনিচে চালকবিহীন গাড়িতে এটি চলার সময়ে ওই অঞ্চলের মানুষ কেমন প্রতিক্রিয়া দেখায় তার ছবি তোলার ব্যবস্থা রাখা হয়েছে। পৃথিবীর নামকরা কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এ পরীক্ষায় অংশ নিচ্ছে। বিবিসি।
0 comments :