বিশ্বের শীর্ষ
১০০ ব্র্যান্ডের মধ্যে
৯৪তম অবস্থানে হুয়াওয়ে। সম্প্রতি ইন্ট্রাব্র্যান্ডের বেস্ট
গ্লোবাল ব্র্যান্ডস রিপোর্ট অনুযায়ী এ
তথ্য পাওয়া গেছে। প্রথমবারের মতো
হুয়াওয়ে অ্যাপল, গুগল
ও কোকাকোলার মতো
শক্তিশালী ব্র্যান্ডের সাথে
গণ্য হলো। একইসাথে হুয়াওয়ে প্রথম
চীনা কোম্পানি হিসেবে
তালিকায় স্থান
পেল।
ইন্ট্রাব্র্যান্ড টেলিকম
সরঞ্জাম প্রস্তুতকারীদের মধ্যে
হুয়াওয়েকে প্রথম সারিতে
স্থান দেয়ার পাশাপাশি এর
এন্টারপ্রাইজ ও ভোক্তাদের সেবা
দানের বিষয়টিও প্রশংসা করেছে।
এক বিবৃতিতে ইন্ট্রাব্র্যান্ড জানায়,
মোবাইল ফোন থেকে
ক্যারিয়ার-গ্রেড নেটওয়ার্ক- আইটি
মার্কেটের সব মূল
ক্ষেত্রেই নেতৃত্বে থাকতে
হুয়াওয়ে দৃঢ়প্রতিজ্ঞ।
শুধু
টেলিকম অপারেটর না
হয়ে ব্যবসা এবং
ভোক্তাদের কাছে সেবা
প্রদানের কারণে হুয়াওয়ে তিন
বছর আগে প্রথম
মার্কেটিং ক্যাম্পেইন শুরু
করে। বর্তমানে হুয়াওয়ে স্যামসাং এবং
অ্যাপলের পর বিশ্বের তৃতীয়
বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি।
হুয়াওয়ের এন্টারপ্রাইজ গ্রুপ
আইটি ইন্ডাস্ট্রিতে একটি
উঠতি প্রতিদ্বন্দ্বী এবং
এটি শিা, ব্যাংকিং, রিটেইল
ও এনার্জি ইত্যাদি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিডিওকনফারেন্স, কাউড,
স্টোরেজ, নেটওয়ার্কিং এবং
সিকিউরিটি ইত্যাদি সেবা
প্রদান করে থাকে।
ইন্ট্রাব্যান্ডের চিফ এক্সিকিউটিভ জ্যাজ ফ্র্যা¤পটন বলেন, হুয়াওয়ের দ্রুত বৃদ্ধি এবং এর ব্র্যান্ডে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কারণে এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলোর তালিকায় স্থান পেয়েছে।
ইন্ট্রাব্যান্ডের চিফ এক্সিকিউটিভ জ্যাজ ফ্র্যা¤পটন বলেন, হুয়াওয়ের দ্রুত বৃদ্ধি এবং এর ব্র্যান্ডে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কারণে এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলোর তালিকায় স্থান পেয়েছে।
0 comments :