ফেসবুক
ফোন তৈরি করতে
যাচ্ছে স্যামসাং, এমনই
একটি প্রতিবেদন প্রকাশ
করেছে কোরিয়ার একটি
সংবাদমাধ্যম। আর
এই বিষয়ে দুটি
প্রতিষ্ঠান শীঘ্রই চুক্তিবদ্ধ হতে
যাচ্ছে বলেও জানান
হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা
হয়, গত মঙ্গলবার ফেসবুকের প্রধান
নির্বাহী মার্ক জাকারবার্গ দক্ষিন
কোরিয়ার সিউলে অবস্থিত স্যামসাংয়ের প্রধান
কার্যালয়ে স্যামসাংয়ের ভাইস
চেয়ারম্যান লি জে-ইয়ংয়ের সাথে
দেখা করেছেন। এসময়
সেখানে আরও উপস্থিত ছিলেন
প্রতিষ্ঠানটির
চেয়ারম্যান জং কুন
শিন। তিনি একইসাথে প্রতিষ্ঠানটির আইটি
এবং মোবাইল কমিউনিকেশন বিভাগের প্রধান।
কোরিয়া
টাইমসকে এই সিদ্ধান্তের সাথে
সম্পৃক্ত একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে
কোরিয়া টাইমস জানিয়েছে, যেহেতু
ফেসবুক সামাজিক যোগাযোগ নির্ভর
একটি ইকোসিস্টেম তৈরি
করতে আগ্রহী, তাই
প্রতিষ্ঠানটি একটি বিশ্বস্ত হার্ডওয়্যার প্রতিষ্ঠানের সাথে
কাজ শুরু করতে
চাইছে, আর এক্ষেত্রে স্যামসাং সঠিক
প্রতিষ্ঠান।
সেখানে
আরও বলা হয়,
বৈঠকে আরও উপস্থিত ছিল
সিলিকন ভ্যালিতে অবস্থিত স্যামসাং ওপেন
ইনোভেশন সেন্টারের কিছু
প্রতিনিধি। তাঁরা সেখানে
ভবিষ্যতের কিছু চ্যালেঞ্জিং পণ্যের
বিষয়ে বিস্তারিত তুলে
ধরেন।
উল্লেখ্য যে,
ফেসবুকের প্রথম ফোনটি
বাজারে এনেছিল এইচটিসি। এছাড়া
ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট
নিয়ে ইতোমধ্যেই স্যামসাংয়ের সাথে
কাজ করেছে ফেসবুক।
0 comments :