ইবোলা সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ এবং সরবরাহ করতে এবার ইবোলা ট্র্যাকিং
সিস্টেম চালু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। প্রাথমিকভাবে
সিয়েরা লিয়নে এই ট্র্যাকিং পদ্ধতি চালুর কাজ করছে প্রতিষ্ঠানটি।
মূলত এটি একটি সুপার কম্পিউটিং ডেটা সিস্টেম যেখানে থাকবে ইবোলা সংক্রান্ত বিভিন্ন ধরণের তথ্য, ইবোলা নিয়ে কাজ করছে এমন সংস্থাগুলোর উদ্যোগ, আক্রান্ত ব্যক্তিদের তথ্য প্রভৃতি। এর পাশাপাশি মোবাইলে এসকল তথ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।
এই ডেটাবেজে বিশ্বের বিভিন্ন দেশের আক্রান্ত ব্যক্তিদের তথ্য অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে খুব সহজেই পাওয়া যাবে দরকারি তথ্য বিশেষ করে কোন দেশে সবচেয়ে বেশি আক্রান্ত ব্যক্তি রয়েছে কিংবা কোথায় কিভাবে এটি প্রতিরোধ করা হচ্ছে প্রভৃতি।
সাম্প্রতিক সময়ে ইবোলা ভয়াবহ রূপ ধারণ করেছে। তবে আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা আফ্রিকা অঞ্চলেই বেশি। এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে প্রায় পাঁচ হাজারের মত মানুষ মারা গিয়েছে। আর তাই ইবোলা প্রতিরোধে নানামুখী উদ্যোগ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান।
মূলত এটি একটি সুপার কম্পিউটিং ডেটা সিস্টেম যেখানে থাকবে ইবোলা সংক্রান্ত বিভিন্ন ধরণের তথ্য, ইবোলা নিয়ে কাজ করছে এমন সংস্থাগুলোর উদ্যোগ, আক্রান্ত ব্যক্তিদের তথ্য প্রভৃতি। এর পাশাপাশি মোবাইলে এসকল তথ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।
এই ডেটাবেজে বিশ্বের বিভিন্ন দেশের আক্রান্ত ব্যক্তিদের তথ্য অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে খুব সহজেই পাওয়া যাবে দরকারি তথ্য বিশেষ করে কোন দেশে সবচেয়ে বেশি আক্রান্ত ব্যক্তি রয়েছে কিংবা কোথায় কিভাবে এটি প্রতিরোধ করা হচ্ছে প্রভৃতি।
সাম্প্রতিক সময়ে ইবোলা ভয়াবহ রূপ ধারণ করেছে। তবে আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা আফ্রিকা অঞ্চলেই বেশি। এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে প্রায় পাঁচ হাজারের মত মানুষ মারা গিয়েছে। আর তাই ইবোলা প্রতিরোধে নানামুখী উদ্যোগ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান।
0 comments :