উৎক্ষেপণের কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে নাসার একটি রকেট। 'অ্যান্টারেস' নামক রকেটটি বিভিন্ন রসদ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস'র উদ্দেশ্যে যাত্রা করেছিল।
নাসার পক্ষ থেকে জানানো হয়, এতে কোন যাত্রী ছিল না। রকেটটিতে সিগনাস নামক একটি মহাকাশযান ছিল। এছাড়াও বিভিন্ন যন্ত্রাংশ এবং গবেষণা সামগ্রীও ছিল এতে যা মহাকাশ স্টেশনের ক্রুদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কি কারণে এটি বিধ্বস্ত হল, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
নাসার স্পেস শাটল কর্মসূচী বন্ধ হয়ে যাওয়ার পর আইএসএস এ বিভিন্ন পণ্য পৌঁছানোর জন্য দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ভাড়া করা স্পেস শাটল ব্যবহার করছে নাসা। এর মধ্যে অন্যতম হল অরবিটাল সায়েন্স কর্পোরেশন। প্রতিষ্ঠানটি নাসার সাথে ১৯০ কোটি ডলারের একটি চুক্তিও করেছে। বিধ্বস্ত হওয়া শাটলটিও এই প্রতিষ্ঠানের ছিল। এর আগে আরও দুটি শাটল সফলভাবেই উৎক্ষেপণ করে প্রতিষ্ঠানটি।
নাসার পক্ষ থেকে জানানো হয়, এতে কোন যাত্রী ছিল না। রকেটটিতে সিগনাস নামক একটি মহাকাশযান ছিল। এছাড়াও বিভিন্ন যন্ত্রাংশ এবং গবেষণা সামগ্রীও ছিল এতে যা মহাকাশ স্টেশনের ক্রুদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কি কারণে এটি বিধ্বস্ত হল, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
নাসার স্পেস শাটল কর্মসূচী বন্ধ হয়ে যাওয়ার পর আইএসএস এ বিভিন্ন পণ্য পৌঁছানোর জন্য দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ভাড়া করা স্পেস শাটল ব্যবহার করছে নাসা। এর মধ্যে অন্যতম হল অরবিটাল সায়েন্স কর্পোরেশন। প্রতিষ্ঠানটি নাসার সাথে ১৯০ কোটি ডলারের একটি চুক্তিও করেছে। বিধ্বস্ত হওয়া শাটলটিও এই প্রতিষ্ঠানের ছিল। এর আগে আরও দুটি শাটল সফলভাবেই উৎক্ষেপণ করে প্রতিষ্ঠানটি।
0 comments :