বাংলাদেশে চালু হয়েছে গুগলের বিশেষায়িত ম্যাপিং সেবা গুগল স্ট্রিট ভিউ। তবে প্রাথমিকভাবে শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামে পাওয়া যাবে স্ট্রিট ভিউ সেবা। স্ট্রিট ভিউ ব্যবহার করে সহজেই একটি নির্দিষ্ট স্থান খুঁজে পাওয়া সম্ভব।
গুগল স্ট্রিট ভিউতে মূলত একটি নির্দিষ্ট স্থানের পুর্নাঙ্গ ছবি দেখার ব্যবস্থা রয়েছে। আর এই ছবি তোলার জন্য নিয়োজিত আছে গুগলের অসংখ্য বিশেষায়িত গাড়ি। এই গাড়িতে আছে ৯টি প্যানারোমা ক্যামেরা। এসকল ক্যামেরার সাহায্যে বিভিন্ন স্থানের ৩৬০ ডিগ্রী ভিউ ধারণ করা হয়। আর ওই স্থানের সাথে অন্য স্থানের দূরত্ব এবং ছবির মাপ ঠিক রাখতে ক্যামেরার সাথে রয়েছে লেজার এবং জিপিএস ডিভাইস। আর ছবি তোলা শেষে ওই স্থানের বিভিন্ন তথ্য উপাত্তসহ ছবি আপলোড করে দেওয়া হয় স্ট্রিট ভিউতে।
বাংলাদেশে স্ট্রিট ভিউ'র উন্নয়নে কাজ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ম্যাপিং বাংলাদেশ।
কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং
জাতীয় সংসদ ভবন
২০০৭ সালে যুক্তরাষ্ট্রে চালু হয় স্ট্রিট ভিউ যা বর্তমানে বিশ্বের ৫০টি দেশে রয়েছে। আর বাংলাদেশকে এই তালিকায় যুক্ত করতে গত বছরের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে যাত্রা শুরু করে গুগলের স্ট্রিট ভিউ কার।
গুগল স্ট্রিট ভিউতে মূলত একটি নির্দিষ্ট স্থানের পুর্নাঙ্গ ছবি দেখার ব্যবস্থা রয়েছে। আর এই ছবি তোলার জন্য নিয়োজিত আছে গুগলের অসংখ্য বিশেষায়িত গাড়ি। এই গাড়িতে আছে ৯টি প্যানারোমা ক্যামেরা। এসকল ক্যামেরার সাহায্যে বিভিন্ন স্থানের ৩৬০ ডিগ্রী ভিউ ধারণ করা হয়। আর ওই স্থানের সাথে অন্য স্থানের দূরত্ব এবং ছবির মাপ ঠিক রাখতে ক্যামেরার সাথে রয়েছে লেজার এবং জিপিএস ডিভাইস। আর ছবি তোলা শেষে ওই স্থানের বিভিন্ন তথ্য উপাত্তসহ ছবি আপলোড করে দেওয়া হয় স্ট্রিট ভিউতে।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhITznru-AqTYRtZcKtW0e2xXiOq79d-GYN0edT7o7T7uyM6UEuTOASsOEZLs0Wy0q4SwS0m0yhbHSBMg2GmQLd9pn1vCVnR0OjvQce4SSSqMlLW9_FBFPl_J2_dpDdVUe6qg8Mt-P2ikU/s1600/strret_view1.png)
কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং
জাতীয় সংসদ ভবন
২০০৭ সালে যুক্তরাষ্ট্রে চালু হয় স্ট্রিট ভিউ যা বর্তমানে বিশ্বের ৫০টি দেশে রয়েছে। আর বাংলাদেশকে এই তালিকায় যুক্ত করতে গত বছরের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে যাত্রা শুরু করে গুগলের স্ট্রিট ভিউ কার।
0 comments :