মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫

পেওনিয়ারের চার্জ কমানোর আহ্বান বেসিসের

মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫ - by Shah Alam 0

অনলাইনে অর্থ লেনদেনে উত্সাহী করতে সব ধরনের সেবা খরচ কমানোর জন্য আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা পেওনিয়ারের প্রতি আহ্বান জানিয়েছে বেসিস। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্যাংক এশিয়ার সঙ্গে পেওনিয়ারের সেবা সংযোজনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান এই আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, পেওনিয়ারের প্রধান নির্বাহী স্কট এইচ গ্যালিট, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসানুল্লাহ প্রমুখ।

২০১৫ সালের এশিয়ার প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংকার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে অভিনন্দন জানান বেসিস সভাপতি শামীম আহসান।

শামীম আহসান বলেন, বাংলাদেশে ফ্রিল্যান্সাররা প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা বিভিন্ন মাধ্যমে দেশে আনেন। পেওনিয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সাররা তাঁদের অর্জিত অর্থ ব্যাংক এশিয়া থেকে সরাসরি উত্তোলন করার সুবিধা পাওয়ায় অনেক ভোগান্তি কমে যাবে। তবে অনলাইনে অর্থ লেনদেনে ফ্রিল্যান্সাররা যাতে আরও আগ্রহী হন, সে জন্য পেওনিয়ারের বিভিন্ন সার্ভিস চার্জ কমানো প্রয়োজন।

অনুষ্ঠানে সব ব্যাংককে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা কেনার সময় ৪০ শতাংশ দেশীয় সফটওয়্যার ও সেবা কেনার আহ্বান জানান বেসিস সভাপতি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে একটি নীতিমালা তৈরি করার জন্যও আহ্বান জানান তিনি।

About the Author

Write admin description here..

0 comments :

PaidVerts

ধন্যবাদ

এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

পৃষ্ঠাসমূহ

© 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger