Latest Posts

    শনিবার, ১৯ মার্চ, ২০১৬

    ওডেস্ক(oDesk)এ বিড করার টিপস

    ওডেস্কঃ  হচ্ছে একটি মার্কেটপ্লেস। তবে মনে রাখবে ওডেস্ক অথোরিটি নিজে কাউকে কাজ দেয় না। ওডেস্কে দুই ধরনের মানুষের আনাগোনা। এক ধরনের মানুষ যারা কাজ দেয় আর এক ধরনের মানুষ আছে যারা ওই সমস্ত কাজ গুলো করে দেয়। যোগ্যতা অনুযায়ী ওডেস্কে কাজ পাবেন। কাজ পেতে সাহায্য করবে ওডেস্ক এবং এর বিনিময়ে আপনার আয়ের ১০%ফী ওডেস্ক কেটে রাখবে।   ওডেস্ক এ কাজ পেতে হলে নিয়ম মত বিড করতে হবে, যাতে করে বায়াররা কাজ দিতে আগ্রহী হয়।

    ওডেস্ক এ যেভাবে বিড করবেনঃ
    ১) প্রথমে ওডেস্ক এর হোম পেজ এ যেতে হবে ,তার পর হোম পেজ এর মেনু গুলু থেকে Find Contractors and Jobs এই মেনুটা তে মাউস টা ধরব,তাহলে আমরা দেখতে পাব এর সাব মেনু গুলু ,এখন এই সাব মেনু থেকে Find Jobs এই অপশন টা তে ক্লিক করতে হবে।

    ২) ক্লিক করার পর নতুন একটা পেজ আসবে। এই পেজ টা হল ওডেস্ক এর জব সার্চ পেজ । এইখানে পছন্দ মত কাজ খুজে বের করে তার জন্য অ্যাপ্লাই করা যাবে। তবে একটা কথা খুব ই জরুরি তা হল ওডেস্ক এ আপনাদের প্রোফাইল যে ভাবে তৈরি করেছেন, মানে আপনি যে যে কাজ ভাল পারেন যে কাজে আপনি অভিজ্ঞ সেই কাজ গুলো তে এ আবেদন করা।

    ৩) এবার মনে করি ওয়েব ডিজাইন এর একটা কাজের জন্য বিড করবেন ,তাহলে ওয়েব ডিজাইন এই কাজের ক্যাটাগরি তে ক্লিক করতে হবে তাহলে ওয়েব ডিজাইন এর পেজ টাতে যাবে। এবার ওয়েব ডিজাইন এর যে যে কাজ গুলো আছে ওই খান থেকে দেখে শুনে একটা কাজ সিলেক্ট করে তাতে ক্লিক করতে হবে। এবার ঐ পেজ এ কাজের বিস্তারিত বিবরন দেয়া থাকবে তা ভাল মত পড়তে হবে এবং তার পর apply to this job এই বাটন টাতে ক্লিক করতে হবে। এই বাটন টাতে ক্লিক করার পর আর একটা পেজ এ চলে যাবে। তার পর ঐ পেজ এর যে যে বিষয় গুলু আছে তা পুরা করে আপনি একটা কাজের জন্য বিড করতে পারবেন।
    more »

    বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫

    বিশ্বব্যাপী মাইক্রোসফটের ভিডিও চ্যাটিং সার্ভিস স্কাইপের ( স্কাইপ ট্রান্সলেটর ) উন্মুক্ত করা হয়েছে

    বিশ্বব্যাপী বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে ভাষার দূরত্ব ঘুচানোর লক্ষ্য নিয়ে মাইক্রোসফটের ভিডিও চ্যাটিং সার্ভিস স্কাইপের জন্য তৈরি করা ‘স্কাইপ ট্রান্সলেটর’কে এবার উন্মুক্ত করা হয়েছে সকলের জন্য। এর ফলে এখন সরাসরি উইন্ডোজ স্টোর থেকে স্কাইপ ট্রান্সলেটর প্রিভিউ অ্যাপটি ডাউনলোড করে নেওয়া যাবে এবং ইন্সটল করে ব্যবহার করা যাবে কোনো বাড়তি প্রক্রিয়া ছাড়াই। আর না জানা কোনো ভাষার মানুষের কথাও এই সেবার মাধ্যমে রিয়েল-টাইমে অনুবাদ করে নেওয়া যাবে নিজের ভাষায়। এর আগে সীমিত আকারে স্কাইপ ট্রান্সলেটর প্রিভিউ অ্যাপটি উন্মুক্ত করা হলে তা ব্যবহারের জন্য সাইন-আপ করার প্রয়োজন হতো। এখন আর এর কোনোকিছুরই প্রয়োজন হবে না। উইন্ডোজ ৮.১ কিংবা উইন্ডোজ ১০ প্রিভিউ সংস্করণে সরাসরিই ব্যবহার করা যাবে একাধিক ভাষার মধ্যে যোগাযোগ স্থাপনে সক্ষম এই অ্যাপটি। স্কাইপের অফিশিয়াল ব্লগে এক ব্লগপোস্টে জানানো হয়েছে, অডিওর ক্ষেত্রে চারটি ভাষা এবং টেক্সটের জন্য ৫০টি ভাষা সমর্থন করবে মাইক্রোসফটের এই তাত্ক্ষণিক অনুবাদকটি। ভয়েজ চ্যাটের জন্য অডিও সমর্থিত ভাষা চারটি হলো ইংরেজি, স্প্যানিশ, ইতালিয়ান এবং মান্দারিন। আর ইন্সট্যান্ট মেসেজিংয়ের জন্য টেক্সট ফরম্যাটে সমর্থিত ভাষার তালিকায় বিশ্বব্যাপী বহুলব্যবহূত প্রায় ভাষাই রয়েছে। এই তালিকায় অবশ্য আরবি, উর্দু, হিন্দি থাকলেও নেই বাংলা ভাষা। ভয়েজ চ্যাটের সময় কেউ স্কাইপ ট্রান্সলেটর সমর্থিত চারটি ভাষার একটিতে কথা বললে সেই অডিওকে রিয়েল-টাইমে অন্য একটি ভাষায় শোনা যাবে। আর ইন্সট্যান্ট মেসেজিংয়ের ক্ষেত্রেও একইভাবে কেউ এক ভাষায় টেক্সট লিখলে তা তালিকায় থাকা অন্য একটি ভাষায় সরাসরি অনুবাদ হয়ে যাবে। স্কাইপের ৩০ কোটিরও বেশি ব্যবহারকারীর মধ্যে ভাষাগত দূরত্ব ঘুচাতে এই সেবাটি অনন্য ভূমিকা পালন করবে বলে জানিয়েছে স্কাইপ। এভাবে ক্রমেই বিশ্বব্যাপী সব মানুষের মধ্যে যোগাযোগের অন্যতম হাতিয়ার হয়ে উঠবে এই সেবা, তেমনটিও আশাবাদ মাইক্রোসফটের। এই অ্যাপটি ডাউনলোড করা যাবে http://goo.gl/xiwsjf  ঠিকানা থেকে।
    more »

    শনিবার, ৩১ জানুয়ারী, ২০১৫

    ভিএলসি মিডিয়া প্লেয়ার এ কনভার্ট করা যাবে মিউজিক এবং ভিডিও ফাইল

    মাঝে মাঝে মিউজিক ও ভিডিও ফাইল যে ডিভাইসে চালাতে চাই সেখানে সাপোর্ট করেনা। ফলে গান শোনা বা ভিডিও দেখা যায়না। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে কনভার্টার সফটওয়্যার নিতে চায়। কিন্তু দেখা গেছে বেশীরভাগ সময় এটি অসুবিধায় ফেলে দেয়। এছাড়াও আপনার সমস্ত ইন্টারফেসে বিজ্ঞাপন প্রদর্শন দিয়ে একটি কনভার্টার শেষ হতে পারে।

    আপনি যদি আপনার ডেস্কটপে ভিএলসি প্লেয়ার ব্যবহার করে থাকেন তাহলে আপনি জেনে খুশি হবেন যে, এটি সুন্দর করে মিউজিক ও ভিডিও প্লে করার পাশাপাশি কনভার্টও করে থাকে। এবার এই কনভার্ট পদ্ধতিটি দেয়া হল-

    menu
    *> প্রথমে Media > Convert/Save এ যেতে হবে। সেখান থেকে Add ক্লিক করে যে ফাইল কনভার্ট করতে চান সেটি সনাক্ত করতে হবে।
    *> এবার ড্রপ ডাউন বক্স থেকে থেকে ফরম্যাট পছন্দ করুন। যে ডিভাইসে প্লে করতে চান সেই ডিভাইস সমর্থিত ফরম্যাট বাছাই করতে ভুলবেন না।
    *> কনভার্টেড ফাইলের একটি নাম ও গন্তব্যস্থান সিলেক্ট করুন। এবার স্টার্ট ক্লিক করুন।
    *> বড় ভিডিও কনভার্ট করলে, এটা নতুন ফরম্যাট এনকোড করার সময় প্লেয়ার অগ্রগতি টাইমার দেখাবে।


    more »

    শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫

    বাংলাদেশে চালু হয়েছে গুগলের ম্যাপিং সেবা গুগল স্ট্রিট ভিউ

    বাংলাদেশে চালু হয়েছে গুগলের বিশেষায়িত ম্যাপিং সেবা গুগল স্ট্রিট ভিউ। তবে প্রাথমিকভাবে শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামে পাওয়া যাবে স্ট্রিট ভিউ সেবা। স্ট্রিট ভিউ ব্যবহার করে সহজেই একটি নির্দিষ্ট স্থান খুঁজে পাওয়া সম্ভব।

    গুগল স্ট্রিট ভিউতে মূলত একটি নির্দিষ্ট স্থানের পুর্নাঙ্গ ছবি দেখার ব্যবস্থা রয়েছে। আর এই ছবি তোলার জন্য নিয়োজিত আছে গুগলের অসংখ্য বিশেষায়িত গাড়ি। এই গাড়িতে আছে ৯টি প্যানারোমা ক্যামেরা। এসকল ক্যামেরার সাহায্যে বিভিন্ন স্থানের ৩৬০ ডিগ্রী ভিউ ধারণ করা হয়। আর ওই স্থানের সাথে অন্য স্থানের দূরত্ব এবং ছবির মাপ ঠিক রাখতে ক্যামেরার সাথে রয়েছে লেজার এবং জিপিএস ডিভাইস। আর ছবি তোলা শেষে ওই স্থানের বিভিন্ন তথ্য উপাত্তসহ ছবি আপলোড করে দেওয়া হয় স্ট্রিট ভিউতে।
     
    বাংলাদেশে স্ট্রিট ভিউ'র উন্নয়নে কাজ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ম্যাপিং বাংলাদেশ।

    কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং
    জাতীয় সংসদ ভবন


      ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে চালু হয় স্ট্রিট ভিউ যা বর্তমানে বিশ্বের ৫০টি দেশে রয়েছে। আর বাংলাদেশকে এই তালিকায় যুক্ত করতে গত বছরের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে যাত্রা শুরু করে গুগলের স্ট্রিট ভিউ কার।
    more »

    মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫

    পেওনিয়ারের চার্জ কমানোর আহ্বান বেসিসের

    অনলাইনে অর্থ লেনদেনে উত্সাহী করতে সব ধরনের সেবা খরচ কমানোর জন্য আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা পেওনিয়ারের প্রতি আহ্বান জানিয়েছে বেসিস। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্যাংক এশিয়ার সঙ্গে পেওনিয়ারের সেবা সংযোজনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান এই আহ্বান জানান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, পেওনিয়ারের প্রধান নির্বাহী স্কট এইচ গ্যালিট, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসানুল্লাহ প্রমুখ।

    ২০১৫ সালের এশিয়ার প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংকার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে অভিনন্দন জানান বেসিস সভাপতি শামীম আহসান।

    শামীম আহসান বলেন, বাংলাদেশে ফ্রিল্যান্সাররা প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা বিভিন্ন মাধ্যমে দেশে আনেন। পেওনিয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সাররা তাঁদের অর্জিত অর্থ ব্যাংক এশিয়া থেকে সরাসরি উত্তোলন করার সুবিধা পাওয়ায় অনেক ভোগান্তি কমে যাবে। তবে অনলাইনে অর্থ লেনদেনে ফ্রিল্যান্সাররা যাতে আরও আগ্রহী হন, সে জন্য পেওনিয়ারের বিভিন্ন সার্ভিস চার্জ কমানো প্রয়োজন।

    অনুষ্ঠানে সব ব্যাংককে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা কেনার সময় ৪০ শতাংশ দেশীয় সফটওয়্যার ও সেবা কেনার আহ্বান জানান বেসিস সভাপতি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে একটি নীতিমালা তৈরি করার জন্যও আহ্বান জানান তিনি।
    more »

    ভাইবার, ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধ

    গত ১৭ তারিখ ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করার পর এবার হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের আরও তিনটি ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধ করে দিয়েছে সরকার। বিটিআরসি ও টেলিকম অপারেটর সূত্রগুলো জানিয়েছে, ভাইবার ও ট্যাঙ্গো বন্ধের সময়সীমা ২১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পরিচালক পর্যায়ের একাধিক কর্মকর্তা বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

    মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, বেলা দুইটা ৫৯ মিনিটে বিটিআরসির কাছ থেকে এ বিষয়ে নির্দেশনা পেয়েছে।
    আরেক মুঠোফোন কোম্পানি রবির মুখপাত্র মহিউদ্দিন বাবর বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থার যেকোনো সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হয়। সে অনুসারে ব্যবস্থা নিতে হয়।’

    এর আগে গত শনিবার রাতে বিটিআরসির পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা সব মুঠোফোন অপারেটর ও আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্সধারীর কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠান। প্রথমে রোববার ভোর পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেবা দুটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। পরে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই সেবা বন্ধ রাখার কথা বলা হলেও ভাইবার বা ট্যাঙ্গো চালু হয়নি। পরে সোমবার দুপুরে ভাইবার-ট্যাঙ্গো বন্ধের সময়সীমা বাড়ানো এবং নতুন করে আরও তিনটি সেবা বন্ধের জন্য নির্দেশনা দেয়।

    বিটিআরসি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, বিনা খরচে কথা বলা এবং নিজেদের অবস্থান গোপন রেখে কথা বলার জন্য বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সাম্প্রতিক সময়ে যোগাযোগের জন্য ভাইবার ব্যবহার করেন। এমনকি নাশকতার কাজেও প্রয়োজনীয় যোগাযোগ সারা হচ্ছে ভাইবার ব্যবহার করে। এ ব্যাপারে তাদের কাছে তথ্য রয়েছে।

    এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেবা দুটি বন্ধে বিটিআরসির সহায়তা চায়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি থেকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয় মুঠোফোন কোম্পানি ও আইজিডব্লিউগুলোর কাছে। সে অনুযায়ী শনিবার রাত থেকে ভাইবার ও ট্যাঙ্গো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

    এ সময়ে হোয়াটসঅ্যাপ, লাইন ও মাইপিপল ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। সে কারণে তাদের পক্ষ থেকে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধের মেয়াদ আরও বাড়ানো এবং নতুন তিনটি সেবা বন্ধের অনুরোধ আসে। সে পরিপ্রেক্ষিতে বিটিআরসির নতুন নির্দেশনাটি আসে।

    বিটিআরসির এ সিদ্ধান্তে বিভিন্ন অনলাইন, ফেসবুকসহ সামাজিক বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা। বাংলাদেশে ভাইবার বন্ধ হওয়ার এই খবর ইতিমধ্যে এএফপি, দ্য গার্ডিয়ান ও দ্য হিন্দুর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।
    more »

    বুধবার, ৭ জানুয়ারী, ২০১৫

    সূর্যালোক এবং ফটোক্যাটালিস্টস ব্যবহার করে দূষিত পানি বিশুদ্ধিকরণ

    একটি নতুন জাপানি প্রযুক্তির সাহায্যে সূর্যালোক এবং ফটোক্যাটালিস্টস ব্যবহার করে দূষিত পানি বিশুদ্ধিকরণ পরীক্ষা চালু হচ্ছে ভারতে।

    'ফটোক্যাটালাইটিক ওয়াটার পিউরিফিকেশন টেকনোলজি’ নামক নতুন সিস্টেমের রয়েছে টাইটানিয়াম ডাইঅক্সাইড(TiO2) আবদ্ধ করার ক্ষমতা এবং ফটোক্যাটালিস্ট অতিবেগুনি রশ্মির অধীন ক্ষীণভাবে প্রতিক্রিয়া করে। টাইটানিয়াম ডাইঅক্সাইডের অসুবিধা হল যে এটি একবার জলে মিশে গেলে সংগ্রহ করা কঠিন হয়।

    এই সমস্যা সমাধানে এই প্রযুক্তির নির্মাতা জাপানি কোম্পানি প্যানাসনিক ফটোক্যাটালিস্টের উভয় দিকে সক্রিয় সাইট বজায় রাখার জন্য একটি উপায় খুঁজে পেয়েছে টাইটানিয়াম ডাইঅক্সাইডকে অন্য একটি কণা জিওলাইটের সাথে মিশ্রনের মধ্য দিয়ে।

    যেহেতু দুটি কণা ইলেকট্রস্ট্যাটিক বল দ্বারা একসঙ্গে আবদ্ধ করা হয় তাই এই পদ্ধতিতে কোন দপ্তরী রাসায়নিকতার প্রয়োজন হয়না। যখনই ফটোক্যাটালাইটিক কণা নাড়া হয় তখন টাইটানিয়াম ডাইঅক্সাইড জিওলাইট থেকে মুক্ত এবং জলে বিচ্ছুরিত হয়, যা টাইটানিয়াম ডাইঅক্সাইড সমস্যা সমাধানের জন্য অন্যান্য পদ্ধতির চেয়ে অনেক দ্রুত গতির প্রতিক্রিয়া সৃষ্টি করে।

    প্যানাসনিক জানায় স্বল্প খরচে নির্মিত এই প্রযুক্তির উদ্দেশ্য হল ভারত ও এশিয়ার অন্যান্য দরিদ্র দেশগুলোতে পানি দূষণে মৃত্যুর হার হ্রাস করা।
    more »

    মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

    গুরুত্বপূর্ণ ৪টি অ্যান্ড্রয়েড অ্যাপ

    গুগল প্লে স্টোরে আছে হাজারটা ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপ। তাই নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বুঝতে পারে না কোন অ্যাপটি তার জন্য বেশি কার্যকর হবে।
    একাধিক অপ্রয়োজনীয় অ্যাপ ঝামেলায় ফেলে দেয় ব্যবহারকারীকে। তাই গুরুত্বপুর্ন কিছু অ্যাপ সম্পর্কে জানা দরকার যা দৈনন্দিন ব্যবহৃত হয়।
    ইএস ফাইল এক্সপ্লোরার
    অ্যান্ড্রয়েড মার্কেটে ইএস ফাইল এক্সপ্লোরার খুব জনপ্রিয় ফাইল ডিরেক্টরি। এটি দিয়ে যেকোনো ফাইল সার্চ করা যাবে। তবে এর জন্য অবশ্যই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড রুট এক্সেস থাকতে হবে। কিছু টুল আছে এখানে যা কোন ফাইলগুলো বেশি জায়গা নিবে তা জানিয়ে দিবে।

    পোলারিস অফিস
    আপনি যদি কোন সক্ষম ওয়ার্ড ডকুমেন্ট ভিউয়ার খুঁজে থাকেন তাহলে পোলারিস অফিস অবশ্যই সেরা। ওয়ার্ড ফাইল এডিট ও কম্পোজ করা হয় এই অ্যাপ দিয়ে।

    অ্যাডোবি রিডার
    পোলারিস দিয়ে যেসকল ফাইল পড়া যায়না অ্যাডোবি রিডার দিয়ে সেগুলো পড়া যায় এবং ফ্রী অ্যাডোবি রিডারের জন্য খুব অল্প মেমোরি দরকার। দিন দিন ব্যবহারের ফলে একটি বিশ্বস্ত অ্যাপ্লিকেশন হয়ে উঠবে অ্যাডোবি রিডার।

    সুইফট কিবোর্ড
    অনেক সময় তাড়াতাড়ি মেসেজ রিপ্লাই দেয়ার প্রয়োজন পড়ে। আর এই কাজে অ্যাপটি খুব কার্যকর। কিবোর্ডে আছে কয়েক ডজন ভাষা অভিধান। তাছাড়াও এটি ব্যবহারকারীর টেক্সট মেসেজিং অভ্যাস চিনতে পারে। ফলে টাইপ করার সময় পরের টেক্সটটি কি হবে বুঝতে পারে।
    more »

    স্মার্টফোনের জন্য চমৎকার কিছু মিউজিক প্লেয়ার

    মিউজিক শুধু আনন্দেরই একটি উৎস নয়, বরং এর মাধ্যমে আমরা মাঝে মাঝে ইন্সপায়ারও হয়ে থাকি। মিউজিক অনেকেরই কাজের প্রেরণা যোগায়। এছাড়া মন খারাপ থাকলেতো এর চাইতে ভালো বন্ধু আর নেই। তবে ভালো মিউজিক শোনার জন্য কিন্তু চমৎকার একটি স্মার্টফোন থাকলেই হয় না, বরং মিউজিক প্লেয়ারও মিউজিকের এক্সপেরিয়েন্স অনেক রিচ করতে সক্ষম হয়। তাই আজকে আপনাদের সামনে কিছু চমৎকার জনপ্রিয় মিউজিক প্লেয়ারের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করবো। হয়তো এখান থেকে আপনি আপনার পছন্দের মিউজিক প্লেয়ারটি খুঁজে নিতে পারবেন।


    ১। DoubleTwist Music Player

    সুবিধা সমূহঃ
    @ আপ-টু-ডেট ডিজাইন।
    @ কোর অ্যাপটি আপনি বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন তবে কিছু প্রিমিয়াম ফিচার রয়েছে যেগুলো ব্যবহার করার জন্য in-app purchase সুবিধা পাবেন।
    @ ম্যাজিক রেডিও নামের একটি রেডিও সুবিধা পাবেন যা ব্যবহারের জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে।
    @ মিউজিক প্লেয়ারটিতে রয়েছে একটি অপশনাল অ্যালার্ম-ক্লক অ্যাপ যা আপনি ইচ্ছে করলেই ব্যবহার করতে পারবেন।

    অসুবিধা সমূহঃ
    @ কিছু কিছু ইন-অ্যাপ পারচেস সুবিধা রয়েছে যেগুলো মূলত কোর অ্যাপটিতেই থাকা প্রয়োজন ছিল।
    @ ইউজার রিভিউ পড়লে আপনি অ্যাপটিতে থাকা বেশ কিছু বাগ সম্পর্কে জানতে পারবেন।


    ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর।

    ২। Equalizer + Mp3 Player

    সুবিধা সমূহঃ
    @  আপনি যদি ইক্যুয়ালাইজার বেশি ব্যবহার করে থাকেন তবে অবশ্যই এই মিউজিক প্লেয়ারটি আপনাকে আনন্দ দিতে সক্ষম এবং একবারের জন্যে হলেও এই অ্যাপটি আপনার ট্রাই করা উচিৎ।
    @ চমৎকার কালারফুল ভিজ্যুয়ালাইজেশন রয়েছে অ্যাপটিতে যা দেখতে ভালো লাগে। 
    @ একটি মিউজিক প্লেয়ার হিসেবে অ্যাপটি চমৎকার কাজ করে। ট্র্যাক প্লে করার জন্য বেশ কিছু অপশন রয়েছে এই প্লেয়ারটিতে।
    @ অ্যাপটিতে ব্যবহার করা হয়েছে ভিনটেজ ডিজাইন যা অ্যাপটিতে এনেছে একটি ভিন্ন মাত্রা।
    @ আপনাকে এটি বিভিন্ন ভাবে পয়েন্ট অর্জন করতে সাহায্য করবে যার মাধ্যমে আপনি টাকা না খরচ করেও অ্যাপটির ফুল প্যাকেজ আনলক করতে পারবেন।
    @ প্লেয়ারটি ট্যাবলেট ডিভাইসের জন্য পারফেক্ট।

    অসুবিধা সমূহঃ
    @ একটি ট্র্যাকের আর্টিস্ট এবং বিভিন্ন অপশন এই প্লেয়ারটি যেভাবে প্রদর্শন করে তা আরও কিছুটা অর্গানাইজড হতে পারতো।
    @ আপনি যদি ইক্যুয়ালাইজার পছন্দ না করে থাকেন তবে অ্যাপটি আপনার মোটেও ভালো লাগবেনা।
    @ ডেভেলপারদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার পরেও কিছু বাগ রয়ে গিয়েছে।

    ডাউনলোড লিংকঃ গুগল প্লে স্টোর।
     
    more »

    শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪

    গাড়ির জন্য আসছে অ্যান্ড্রয়েড

    স্মার্টফোনের পর এবার গাড়ির জন্য আসছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি নতুন সংস্করণ। এর মাধ্যমে স্মার্টফোনের পর স্মার্টগাড়িতেও শুরু হচ্ছে গুগলের রাজত্ব।

    গাড়িতে অ্যান্ড্রয়েড ব্যবহারের মাধ্যমে চালক সরাসরি ইন্টারনেট সুবিধা পাবেন গাড়িতে বসেই। এর আগে এই সুবিধা ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনটি যুক্ত করতে হতো গাড়ির সাথে।

    নতুন এই সংস্করণের নাম 'অ্যান্ড্রয়েড এম' হতে পারে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক গুগলের একটি সূত্র। তবে গুগলের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। যদিও জানা গেছে, আগামী বছরের মধ্যেই এই সংস্করণটি উন্মুক্ত করা হতে পারে।

    স্মার্টফোনের পর স্মার্টগাড়িতে গুগল কতটা সফল হয়, সেটিই এখন দেখার বিষয়।
    more »
    PaidVerts

    ধন্যবাদ

    এই ব্লগে আপনাকে স্বাগতম। যদি ব্লগের কোন পোষ্ট ভাল লাগে তাহলে ব্লগটিকে শেয়ার করুন।

    পৃষ্ঠাসমূহ

    © 2013 IT News 24 এই সাইটের কিছু পোষ্ট সংগ্রহকৃত Blogger